রাঙামাটিতে এমএন লারমার ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালিত

Published: 10 Nov 2020   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে  সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় প্রাঙ্গনে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে এমএন লারমা প্রতিৃকৃতিতে জনসংহতি সমিতিসহ অন্যান্যরা পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পূষ্প্যমাল্য  অপর্ণ করা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চাথোয়াই মারমা, মানবেন্দ্র নারায়ন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, জনসংহতি সমিতির নেতা ডাঃ গঙ্গা মানিকসহ পাহাড়ী ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পনের পর এমএন লারমা স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

 

এদিকে,সন্ধ্যায় শহরের কল্যাণপুর এলাকায় এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বাস ভবনের প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জালন করা হয়। প্রদীপ প্রজ্জালন অনুষ্ঠানে সন্তু লারমাও অংশ নেন।

 

প্রসঙ্গত চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর এমএন লারমা স্মরণে পুষ্পমাল্য অপর্ণ করা হলেও স্মরণ সভার আয়োজন করা হয়নি।

 

উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৫সেপ্টেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলা মহাপ্রুম গ্রামে জন্ম গ্রহন করেন সাবেক সাংসদ প্রয়াত এমএন লারমা। তিনি ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের হাতে তিনি মৃত্যুবরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত