মঙ্গলবার বরকলে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় সভা এবং প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
বরকল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বক্তব্যে দেন যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি জেলা ইউনিটের যুব কার্যকরী কমিটির যুব প্রধান রানা দে,মোনতাহেনা চৌধুরী (মুমু),এ বি জুনায়েদ,সুনয়ন চাকমা ।এসময় বরকল উপজেলা’র প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জন যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, যে কোন বিপর্যয়ে সামনের সারিতে থাকা যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাদক, ইভটিজিং সহ সমাজের বিশৃঙ্খল কাজ থেকে দূরে রাখতে সহায়তা করতে হবে এসব স্বেচ্ছাসেবীদের।
নবাগত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে জেলা ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ বলেন স্বেচ্ছায় শ্রম মানেই নিজ ঘরের খেয়ে এলাকা, সমাজ, উপজেলা,জেলা তথাকথিত দেশের জন্য মানবতার সেবক হয়ে কাজ করছেন। তারা স্বেচ্ছায় কাজে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা কখনোই অন্য কাজে পাবে না। যে কোন বিপর্যয়ে যুব রেড ক্রিসেন্ট’র ছায়াতলে এসে স্বেচ্ছায় কাজ করার আহ্বান জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.