বান্দরবানের লামা উপজেলায় একটি দেশিয় তৈরি বন্দুকসহ মো. শাহজাহান (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাতে উপজেলার ফাইতং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. শাহাজাহান লামা পৌরসভার নয়াপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে মো. শাহজাহান ফাইতং বাজার এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা করার সময় স্থানীয়রা তাকে জিঙ্গাসাবাদ করেন। এক পর্যায়ে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও ১টি ছুরি উদ্ধার করা হয়। পরে বন্দুক ও ছুরিসহ শাহ্জাহানকে লামা থানা পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
এদিকে আটক মো. শাহ্জাহান জানিয়েছেন, ফাইতং এলাকার উত্তর বড় মুসলিম পাড়ার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর বন্দুকটি তার কাছে ৫ মিনিটের জন্য রাখতে দিয়ে গা ঢাকা দেয়। এ ফাঁকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বন্দুকসহ মো. শাহ্জাহানকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.