বরকলে লুদিবাজছড়া ভিসিএফ এর কার্যক্রম বিষয়ক মূল্যায়ন সভা অনুষ্ঠিত

Published: 08 Nov 2020   Sunday   

রোববার বরকলে স্থানীয়  বনাঞ্চল সংরক্ষণ ,জীব বৈচিত্র্যর সুরক্ষা,বর্তমান কাজের অগ্রগতি বিষয়ে মূল্যায়ন এবং গ্রামীন সাধারণ বন  উন্নয়ন লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নসহ ভিসিএফ এর মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বরকল উপজেলায় লুদিবাজছড়া গ্রামীন সাধারণ বন (ভিসিএফ) সংরক্ষণ কমিটির উদ্যোগে লুদিবাজছড়া গ্রামীন বন সংরক্ষণ(ভিসিএফ)  কমিটির সভাপতি তরুনী রঞ্জন চাকমা সভাপতিত্বে সিএইচটি ওয়াটারসেড কো-ম্যানেজম্যান এক্টিভিটিস প্রকল্পের উপজেলা কনজারভেশন ফ্যাসিলিটেটর (ইউসিএফ) লেলিনা চাকমা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরত বরন চাকমা,লুদিবাজছড়া ১৪৮ নং ভূষণছড়া মৌজার কার্বারী উত্তম কুমার চাকমা,লুদিবাশ ছড়া গ্রামীন বন সংরক্ষণ কমিটির কোষাধ্যক্ষ শিউলি চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত