বরকলে বিভিন্ন ওয়ার্ডে দুস্থ মহিলাদের মাঝে ভিজিডি চাল বিতরণ

Published: 04 Nov 2020   Wednesday   

বরকল উপজেলায় বরকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের বরাদ্দকৃত ভিজিডি চাল বিভিন্ন ওয়ার্ডে গ্রামীণ দুস্থ মহিলাদের মাঝে বিতরণ করা হয়েছে। 

 

বুধবার  উপজেলা খাদ্য গুদাম ঘাটে  প্রতি জনকে সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসের  ৬০কেজি বরকল ইউনিয়ন ১নং ওয়ার্ডে ৩৫ জনকে সর্বমোট ২হাজার ১শ কেজি, ২নং ওয়ার্ডে ২১ জনকে সর্বমোট ১হাজার ২শ ৬০ কেজি,৩নং ওয়ার্ডে ৩২জন কে সর্বমোট ১হাজার ৯শ ২০কেজি, ৪নং ওয়ার্ডে ২৬জনকে সর্বমোট ১হাজার ৫শ ৬০ কেজি, ৫নং ওয়ার্ডে ৩০ জনকে সর্বমোট ১হাজার ৮শ কেজি, ৬নং ওয়ার্ডে ২৮জনকে সর্বমোট ১হাজার ৬শ ৮০কেজি, ৭নং ওয়ার্ডে ৩২জনকে সর্বমোট ১হাজার ৯শ ২০কেজি, ৮নং ওয়ার্ডে ৪০জনকে সর্বমোট ২হাজার ৪শ কেজি ও ৯নং ওয়ার্ডে ৩১জনকে সর্বমোট ১হাজার ৮শ ৬০ কেজি ২৭৫জনকে সর্বমোট১৬হাজার ৫০০কেজি চাল দুস্থ মহিলার  মাঝে বিতরণ করা হয়। এসব চাল বিতরণ করেন ২নং বরকল ইউনিয়ন পরিষদের সচিব জীবন চাকমা । 

            

এসময় বরকল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ অাবু বক্কর, ২নং ওয়ার্ডের মেম্বার কামিজ ধন চাকমা, ৩নং ওয়ার্ডের মেম্বার শান্তি প্রিয় চাকমা,৪নং ওয়ার্ডের মেম্বার প্রিয় কান্তি চাকমা ও ৫ নং ওয়ার্ডের মেম্বার পদ্ম কুমার চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

  

অন্যদিকে, অাইমাছড়া  ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে বরকল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ২শ ৭৫ জনকে ১৬ হাজার ৫শ কেজি ভিজিডি  চাল গ্রামীণ দুস্থ মহিলাদের মাঝে  বিতরণ করেন ৩নং অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা।    

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত