খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামী মনির হোসেনের মৃত্যুদন্ড

Published: 04 Nov 2020   Wednesday   

খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সে সাথে ২০ হাজার টাকা অর্থদন্ডও দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় ঘোষনা করেন। 

 

আদালতের তথ্যে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রোজিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মনির হোসেন। ঘটনার ২ দিন পর পুলিশ তালা ভেঙ্গে বসতবাড়ি থেকে মনদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাশেদ বাদী হয়ে মামলা করে।


খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ জানিয়ে বলেন, ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজায় দন্ডিত করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত