বালুখালী ইউনিয়নে গণ সংলাপ অনুষ্ঠিত

Published: 29 Oct 2020   Thursday   

সরকারী সেবাদাতা প্রতিষ্ঠান ও সেবা গ্রহীতাদের নিয়ে ইউনিয়ন লেভেলে বুধবার রাঙামাটির বালুখালী ইউনিয়নে এক গণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে, মানুষের জন্য ফাউন্ডেশন ও সিডার আর্থিক সহযোগিতায় উদ্যোগে জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি জন্য সুশীল সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহের শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।
৬নং বালুখালী ইউনিয়নের বাদলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত গণ সংলাপে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের মেম্বার সুমেত চাকমা। বক্তব্যে ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার অমনি চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন, কৃষি বিভাগের ইউনিয়ন উপ-পরিচালক দেবাশীষ দেওয়ান, স্বাস্থ্য বিভাগের ইউনিয়ন কর্মকর্তা শান্তি ত্রিপুরা, ইউনিয়নের সচিব প্রকাশ কান্তি তালুকদার, সাংবাদিক সত্রং চাকমা, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিল ফ্লাওয়ারের ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমা। সংলাপে ইউনিয়নের স্থানীয় কারবারীসহ এলাকার নারী-পুরুষরা অংশ নেন।

 

এসময় বাদলছড়ি এলাকার লোকজন স্বাস্থ্য সেবা, কৃষিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় এলাকাবাসী স্বাস্থ্য সেবার জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবী জানান। এছাড়া কৃষি, স্বাস্থ্য পশু সম্পদ কর্মকর্তাদের মাসে একবার হলেও তাদের এলাকা পরিদর্শনের কথা তুলে ধরেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ড মেম্বার সুমেত চাকমা বলেন, এলকাবাসী কি কি সমস্যা রয়েছে তা জনপ্রতিনিধি ও সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকতাদের জানাতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হলে জনপ্রতিনিধি ও সেবাদাতা প্রতিষ্ঠান কর্মকর্তাদের সাথে সমন্বয় ও সহযোগিতা করতে হবে। তা না হলে এলাকা উন্নয়ন সম্ভব না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত