সরকার বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবীর কুমার চাকমাকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন সদস্য নিযুক্ত করায় শনিবার উপজাতীয় কাঠ ব্যবসায়ী ও জোতমালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সমিতির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন সদস্য সুবীর কুমার চাকমা সংগঠনের সভাপতি হিরন্ময় চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন সমিতির প্রধান উপদেষ্টা শান্তিময় চাকমা, সম্পাদকমন্ডলীর সদস্য দেবজ্যোতি চাকমা ও প্রীতিময় চাকমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অন্নসাধন চাকমা। অনুষ্ঠানে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দিয়ে সুবীর চাকমাকে সংবর্ধনা জানান সমিতির নেতারা।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সুবীর কুমার চাকমা এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসেবার পাশাপাশি ওই সমিতির উন্নয়নে সহায়তার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.