আলীকদমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ১৫ হাজার ৮০০ শিশুকে টিকা দেওয়া হবে

Published: 23 Jan 2014   Thursday   

বান্দরবানের আলীকদম উপজেলায় ২৫ জানুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় ১৫ হাজার ৮৩৮ জন শিশুকে টিকা প্রদান ও ৭ হাজার ৬১১ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের হাম দূরীকরণ, রুবেলা রোগ নিয়ন্ত্রণ ও দেশ পোলিওমুক্ত করতে এ কর্মসুচি পালিত হচ্ছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, এ টিকাদান ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়স শিশুদের এক ডোজ হাম-রুবেলা (এমআর) টিকাদান এবং ৫ বছরের কম বয়স শিশুদের দুই ফোটা করে এক ডোজ পোলিও টিকা খাওয়ানো হবে। আলীকদম উপজেলায় দুইটি ইউনিয়নে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় ১৫ হাজার ৮শত ৩৮ জন শিশুকে এমআর টিকাদান ও ৭ হাজার ৬শত ১১ জন শিশুকে দুই ফোটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। জাতীয় ও নিয়মিত যে কোনো টিকাদান কর্মসুচিতে হাম, হাম-রুবেলা টিকাদান ও পোলিও টিকা খাওয়ানো হয়ে থাকলেও চলমান টিকাদান ক্যাম্পেইনে প্রাপ্য অনুযায়ী শিশুদের এমআর টিকা প্রদান ও পোলিও টিকা খাওয়ানো হবে।

টিকাদান ক্যাম্পেইনে সংশ্লিষ্টরা জানান, হাম ও রুবেলা একটি ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি। রোগ নিরীক্ষণ তথ্য মতে, বর্তমানে এ দেশে হাম ও রুবেলা ভাইরাসে ১৫ বছরের কম বয়সী ৮৪ ভাগ শিশুই আক্রান্ত হচ্ছে। রুবেলা ভাইরাসে গর্ভবতী মায়েরা প্রথম তিন মাসে শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সে ক্ষেত্রে গর্ভপাত, গর্ভের শিশু মৃত্যুর কিংবা জন্মগত জটিলতা শিকার হতে পারে। এর থেকে মুক্তি পেতে সঠিক সময়ে শিশুদের হাম-রুবেলা টিকাদান অত্যাবশ্যক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি (এমটি-ইপিআই) রুপন কান্তি চৌধুরী বলেন, উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ৪২টি বিদ্যালয়, ৪৮টি অস্থায়ী ও একটি স্থায়ী টিকাদান কেন্দ্রে ১৫ বছেরর কম বয়সী সকল শিশুদের কর্মসুচি মোতাবেক টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মোখলেছুর রহমান বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সমাপ্তির লক্ষ্যে বিভিন্ন শ্রেণির মানুষের সাথে সভা করে উদ্বুদ্ধ করা হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত