আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) দুই গ্রুপের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেএসএস এমএন লারমা গ্রুপের রত্ন চাকম(২১) নামের একজন নিহত হয়েছে। নিহত রতন চাকমা বাঘাইছড়ি জেএসএস (এমএনলারমা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের বাঘাইছড়ি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই গ্রুপ সন্তু লারমা ও এমএন লারমা গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় এমএন লারমা গ্রুপের পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) কাচালং সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক রত্ন চাকমা নিহত হন। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রতন চাকমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ী দুই গ্রুপের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধেও ঘটনা ঘটে চলেছে। মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ি বাবুপাড়ায় জে এস এস (সন্তু) ও জেএসএস (এমএন লারমা) দুই গ্রুপের বন্ধুক যুদ্ধের জেএসএস এম এন লারমার গ্রুপের সদস্য রত্ন চাকমা নিহত হয়েছে।
এমএন লারমা গ্রুপের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক জোসি চাকমা দাবী করে বলেন, সন্তু লারমা গ্রুপের বন্দুকধারীরা মোটরসাইকেল যোগে বাবুপাড়ায় গিয়ে এলোপাতাড়ি ব্রাশ ফায়ারে তার দলের ছাত্র পরিষদের(পিসিপি) কাচালং সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক রত্ন চাকমা নিহত হয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন। এমএন লারমা গ্রুপের পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রতিভাস চাকমা এক প্রেস বার্তায় দাবী করেছেন বাবুপাপড়াস্থ একটি দোকানে বন্ধুদের নিয়ে চা পান করছিলেন। এসময় তালুকদার পাড়া দিক থেকে দুটি মোটরসাইকেলযোগে ৪ জনের একটি গ্রুপ গিয়ে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করলে রত্ন চাকমা নিহত হন।
এদিকে,সন্তু লারমা গ্রুপের জেএসএসের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক ত্রিদিব কান্তি চাকমা দ্বীপ ঘটনাটি অস্বীকার করে জানান, তাদের দলের কোন বন্দুকধারী সন্ত্রাসী নেই। তার দল পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছে। এমএম লারমা গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। তিনিও এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ দুপুরে বাঘাইছড়ির বাবু পাড়া এলাকায় আঞ্চলিক দুটি রাজনৈতিক দলের মাঝে যুদ্ধের ঘটনা ঘটে। এতে জেএসএস (এমএন লারমা) গ্রুপের ১জন নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.