রাঙামাটির কাটাছড়িতে বিশ্ব কন্যা শিশু দিবস সপ্তাহ পালিত

Published: 11 Oct 2020   Sunday   

প্ল্যানইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় গ্রীনহিল ওয়াই-মুভস প্রকল্পের আয়োজনে বিশ্ব কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।

 

কাটাছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে রাঙামাটি সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নে এনসিটিএফ(ন্যাশনালচিলড্রেনটাস্ক র্ফোস) সদস্যদের নিয়ে  আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটাছড়ি গ্রামের কার্বারী চন্দ্র সুর চাকমা, কাটাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ চাকমা।  এছাড়া গ্রীন হিলের ওয়াই-মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপেন চাকমা ও একাউন্টস অফিসার ম্যানসো চাকমা।

 

দিবসের প্রতিপাদ্য ’শিশুর সাথে শিশুর তরে,বিশ্ব গড়ি নতুন করে”। কন্যা শিশুদের না বলা কথা, তাদের না দেখা জীবনের গল্প, তাদের অবস্থান এবং শক্তিকে সকলের সামনে তুলে ধরার মধ্য দিয়ে তাদের অধিকার আদায়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। শিশুরা নাচ,কবিতা আবৃতি এবং গান গেয়ে দিবসটি উদযাপন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত