রাঙামাটিতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর আয়োজনে ই-কমার্স ট্রেনিং কর্মশালার উদ্বোধন

Published: 10 Oct 2020   Saturday   

ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের মাধ্যমেই একটি বৃহৎ শিল্প কারখানা গড়ে উঠে। তেমনি অনলাইনের মাধ্যমে খুচরা দোকান থেকে একটি বৃহৎ বাজার তৈরী করতে অনলাইন ব্যাপক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

শনিবার রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর আয়োজনে ই-কমার্স ট্রেনিং এর উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

 

এ সময় রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি বেলায়েত হোসেন বেলাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার পরিচালক হাজী কামাল উদ্দিন, চেম্বার পরিচালক আব্দুল ওয়াদুদ, চেম্বার পরিচালক মনিরুজ্জামান মহসিন রোমানসহ অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করেন।

 

২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি জেলার ৪৫ জন ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা ও অনলাইন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত