শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের মতবিনিময় সভা

Published: 10 Oct 2020   Saturday   

স্বাস্থ্য বিধি মেনে নিরাপত্তার মাধ্যমে আসন্ন শারদীয় দূর্গোৎসব যাতে সুষ্ঠ ও সুন্দর ভাবে হয় তার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবির।

 

আজ  শনিবার দুপুরে রাঙামাটি জেলা পূজা উদ্্যাপন পরিষদ ও ১০ উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতিবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।

 

এ সময় রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ ছুফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, রাঙামাটি জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি অমর কুমার দেসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় পূজা উদ্্যাপন পরিষদের বিভিন্ন আয়োজনে কথা তুলে ধরে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কথা জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনর প্রতিবাদে আজ রাঙামাটিতে প্রতিবাদী গানের ভ্রাম্যমান সংগীত

সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনর প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতিবাদী গানের ভ্রাম্যমান সংগীতের আয়োজন করেছে রাঙ্গামাটি খেলাঘর আসর।

শনিবার রাঙমাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণসংগীতের প্রতিবাদী গানের উদ্বোধন করেন খেলাঘর আসর রাঙামাটির সভাপতি জাহিদ আবেদীন।

এ সময় বিভিন্ন সামাজিক সংগঠন ও নারী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

পরে গণসংগীতের প্রতিবাদী গান নিয়ে রাঙামাটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত