বালুখালীতে টংগ্যার ৮১ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Published: 04 Oct 2020   Sunday   

কোভিড-১৯ মহামারির কারণে কর্মহীন ও অসহায়দের মাঝে ৪অক্টোবর বালুখালী ইউনিয়নের  ৮১ টি অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছ। স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থ্যা টংগ্যার “হিলওয়াটার রিসোর্স এন্ডন্যাচারাল ফরেস্ট কনজারবেশন অফ এটনিক কমিউনিটিস থ্রো দ্য ইয়ুথ এ্যাগেজমেন্ট” এর শীর্ষক প্রকল্প থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। 

 

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কমপ্লেক্স হল রুমে  ত্রাণ বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বা রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা। টংগ্যার ভাইস-চেয়ারপার্সন নিরুপা দেওয়ানের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় গিরি চাকমা, টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা এবং টংগ্যার প্রকল্প কর্মকর্তা জ্ঞান বিকাশ চাকমা । 

 

অনুষ্ঠানে বালুখালী ইউনিয়নের কান্দে এগুচ্চজেছড়ি গ্রাম এবং বসন্ত পাংখোয়া পাড়া এলাকার ৮১ টি পরিবারের মাঝে এ ত্রাণ বিত্রণ করা হয়। প্রতিটি ত্রাণ প্যাকের মধ্যে রয়েছে -চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১লিটার, আলু ১ কেজি, সাবান ১ টি, এবং সবজি বীজ ২ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। 

 

আগামী ৬  অক্টোবর রাঙামাটি বিলাইছড়ি উপজেলার গাছহাবাছড়া এবং নকাবাছড়া এলাকায়ও একই ত্রাণ বিতরণ করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত