রাঙামাটিতে ২ সপ্তাহ ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উদ্বোধন

Published: 04 Oct 2020   Sunday   

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন এর আওতায় আজ রাঙামাটিতে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে। রাঙ্গামাটির ২ টি পৌরসভা এবং ১০টি উপজেলার ৬ মাস হতে ৫৯ মাস বয়সী ৮০৯৮১ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

রোববার সকালে রাঙামাটি সদর হাসপাতালে শিশুদের এ প্লাক ভিটামিন খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাসহ অন্যান্য ডাক্তার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ১০৬টি কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে।

 

এবার রাঙামাটিতে ক্যাম্পইন চলাকালীন সময় ৬ মাস থেকে ১১মাস বয়েসী ৮৯১৮ জন শিশুকে নীল রং এর এবং ৬ মাস হতে ৫৯ মাস বয়েসী ৭২০৬৩ জন শিশুকে ১টি করে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

আজ ৪ অক্টোবর থেকে ২ সপ্তাহ ব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে রাঙ্গামাটি জেলায় একটি শিশুও যাতে বাদ না পরে তার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত