কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কর্ণফূলী পেপার মিলের ব্যবস্থাপকের মিথ্যা ও কুরুচীপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শুক্রবার সংবাদ সন্মেলন করেছে করা হয়েছে। সংবাদ সন্মেলন থেকে সরকারের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিল কেপিএম ধ্বংসের মুল হোতা মিলের ব্যবস্থপনা পরিচালক ডঃ এম এম এ আব্দুল কাদেরকে অপসারণের দাবীতে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করেছে কাপ্তাই উপজেলার জনপ্রতিনিধিরা।
রাঙামাটির কাপ্তাই প্রেস ক্লাব সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মুফিজুল হক। এসময় ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার ইসলাম চৌধুরী বেবী, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, জেলা পরিষদের সাবেক সদস্য রুবায়েত আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে বলা হয়, কেপিএমের এমডি ডঃ এম এম এ আব্দুল কাদের যোগদানের আগে ৭৯ টন পেপার উৎপাদন হতো। কিন্তু বর্তমানে এমডি’র অব্যবস্থাপনা ও দূর্নীতির কারণে ১৫ থেকে ২০ টন কাগজ উৎপাদন হচ্ছে। আজ কর্ণফুলী পেপার মিলে কোটি কোটি টাকার কাঁচামাল মিলের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে যারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছিলেন তারা এইসব কাঁচামাল ব্যবহার করে ব্যাপক কাগজ উৎপাদন করেছিলেন। তাই নিজের এসব অপকর্ম ঢাকার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যানের বাড়ীতে নিয়মিত মাদকের আকড়া বসানোসহ নানান কুরুচী পূর্ন বক্তব্যে দিয়েছেন যা মিথ্যা ও বানোয়াট। তার এই কুরুচীপূর্ন ও মিথ্যাচার বক্তব্যে মানহানী কর ও জনপ্রতিনিধি হিসেবে তারা জনগনের কাছ হেয়প্রতিপন্য হচ্ছেন ।
সংবাদ সন্মেলন থেকে কর্ণফূলী পেপার মিলকে রক্ষার জন্য মিলের এমডি’র বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহনসহ দ্রুত অপসারণ দাবী জানান। পাশাপাশি যে মানহানী কর বক্তব্যে দিয়েছেন শিগগিরই মিলের এমডির বিরুদ্ধে আইনগত আশ্রয় নেবেন বলে সংবাদ সন্মেলন বলা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.