খাগড়াছড়িতে মধু পূর্ণিমা পালিত

Published: 01 Oct 2020   Thursday   

খাগড়াছড়িতে মধু পূর্ণিমা পালন করেছে বৌদ্ধ ধর্মালম্বীরা। এ উপলক্ষে  দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মুর্তিদান, অষ্ট পরিস্কার দান, সংঘদান, হাজার বাতি দান ও ভিক্ষুদের পিন্ডদানসহ নানাবিধ করা হয়।
 
 
এদিকে মধু পূর্ণিমা উপলক্ষে হাসপাতালে চিকিৎসাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, পরিবীক্ষণ কমিটির আহবায়ক ও সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এর সুস্থতা এবং দীর্ঘায়ূ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি মহাজন পাড়া সীবলী বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেন  তিন পার্বত্য  জেলার মহিলা আসনের সংসদ সদস্য ও খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাসন্তী চাকমা এমপি।
 
 
এ সময় আবুল হাসনাত আব্দুল্লাহ  দ্রুত আরোগ্য দীর্ঘায়ু ও দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় পঞ্চশীল প্রার্থনা গ্রহনের  পর বুদ্ধ মুর্তি দান, সংঘদান,  অষ্ট পরিস্কার দানসহ বৌদ্ধ ভিক্ষুদের নানাবিধ দান করেন বাসন্তী চাকমা।
অনুষ্ঠানে সীবলী বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ প্রজ্ঞাশ্রী ভিক্ষু দানীয় পর্ব পরিচালনা করেন।  এছাড়া মেত্তাবংশ ভিক্ষু, নান্দাসারা ভিক্ষু,প্রজ্ঞাদর্শী ভিক্ষুসহ  উপাসক- উপাসিকারা উপস্থিত ছিলেন।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত