রাঙামাটিতে একযোগে ৩০টি কিশোরী ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Published: 01 Oct 2020   Thursday   

”প্রোগ্রেসিভ” সংস্থা কর্র্র্তৃক বাস্তবায়নাধীন ”আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ”নামক প্রকল্পের অধীনে বৃহস্পতিবার একযোগে রাঙামাটি জেলার রাঙামাটি সদর উপজেলা এবং জুড়াছড়িতে ৩০টি কিশোরী ক্লাব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।


রাঙামাটি শহরের বোধিপুরে অবস্থিত কিশোরী ক্লাবটির শুভ উদ্বোধন করেন প্রকল্প বাস্তবায়নকারী স্থানীয় সংস্থা প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার প্রশিক্ষক এন্টিনা চাকমা, ফ্যাসিলিটেটর মল্লিকা চাকমা, কিশোরী ক্লাবের মেন্টর রূপালী চাকমা এবং কিশোরী ক্লাবের কিশোরী সদস্যরা।


ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উন্নয়ন সংস্থা সিমাভি এবং জাতীয় উন্নয়ন সংস্থা বিএনপিএস’র কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ৫ বছর মেয়াদি প্রকল্পটি মূলত ১০ বছর বয়সী কিশোরী থেকে ২৫ বছর বয়সী বিবাহিত ও অবিবাহিত নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে কাজ করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত