খাগড়াছড়ি সদরের বলপিয়ে আদামে পাহাড়ি নারীকে গণধর্ষণ ও ডাকাতি-লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে রাঙামাটির সাজেকে।
গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক শাখার সাধারণ সম্পাদক কালো বরণ চাকমার স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়, সাজেকের বাইবাছড়া স্কুল মাঠে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, সাজেক সচেতন নারী সমাজ ও সাজেক এলাকাবাসীর যৌথ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে কমন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক শাখার সাধারণ সম্পাদক কালো বরণ চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটির সদস্য শুদ্ধজয় চাকমা, সাজেক সচেতন নারী সমাজের সদস্য তাপসি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সাজেক শাখার সভাপতি রূপায়ন চাকমা প্রমুখ।
বক্তারা পুলিশ গণধর্ষণের ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করলেও বাকী ২ জনকে এখনো গ্রেফতার করেনি। অবিলম্বে পলাতক দুইজন অপরাধীকেও গ্রেফতারের দাবী করেন।
বক্তারা খাগড়াছড়ির বলপিয়ে আদামে সংঘটিত গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে এ যাবত ঘটে যাওয়া নারী ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার এবং পাহাড় ও সমতলে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন বন্ধের জোর দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.