বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব এম এ মতিন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করতে সরকারের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
তিনি বলেন শান্তির ধর্ম ইসলাম কখনো জঙ্গীবাদ ও মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করেনা। ইসলামের নামে যারা জঙ্গীবাদের উস্কানি দিচ্ছে তারাও যুদ্ধাপরাধীদের মত সমান মানবতা বিরোধী অপরাধে অপরাধী। শীঘ্রই জঙ্গীবাদে মদদদাতাদের কঠোর শাস্তির আওতায় এনে দেশকে জঙ্গীবাদ মুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
শনিবার রাঙামাটিতে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে আয়োজিত যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ, রাঙামাটি জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ, জেলা সাধারন সম্পাদক আলহাজ¦ সাব্বির আহমদ ওসমানী, সহ সাধারন সম্পাদক এম এ মুস্তফা হেজাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী, জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খাঁন, জেলা ছাত্রসেনার সভাপতি মোঃ ইসমাঈল হোসেন মুন্না প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনায় অর্ধ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.