রাঙামাটিতে শিশু-মেয়ে ও যুবদের সক্ষমতা বৃদ্ধিতে ওয়াই মুভস প্রকল্পের অবহিতকরণ সভা

Published: 07 Sep 2020   Monday   

মেয়ে শিশু ও যুবদের সক্ষমতা বৃদ্ধি ও যৌন সহিংসতা প্রতিরোধে ওয়াই মুভস প্রকল্পের সোমবার রাঙামাটিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় গ্রীন হিল ওয়াই-মুভস প্রকল্প বাস্তবায়ন করছে। 

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। গ্রীনহীলের চেয়ারপারসন টুকু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জগদীশ চাকমা। স্বাগত বক্তব্যে দেন গ্রীনহীলের উপ নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান। ওয়াই-মুভস প্রকল্প সম্পর্কে ধারনাপত্র পাঠ করেন গ্রীনহীলের কর্মসূচি পরিচালক অর্নব দেওয়ান। সভায় প্রকল্প এলাকা সাপছড়ি থেকে কারবারী হেডম্যান জনপ্রতিনিধি, এনজিও কর্মীরা অংশ গ্রহন করেন।


সভায় বলা হয়, ওয়াই-মুভস প্রকল্পটি মূলতঃ শিশু অধিকার বাস্তবায়নের জন্য ন্যাশনাল চিলড্রেন টাস্ক র্ফোস এর সাথে রাংগামাটি সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে বিশেষভাবে কাজ করছে। এছাড়াও শিশু ও যুবরা যেন নিজেদের সুরক্ষায় নিজেরা কার্যকরী ভূমিকা রাখতে পারে সেজন্য তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করা। শিশু ও যুব নেতৃত্বাধীন নেটওর্য়াকগুলিসহ সুশীল সমাজের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে মেয়ে শিশুদের অংশ গ্রহণ, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্থ্য অধিকারকে এগিয়ে নিতে গতিশীল সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখা। চলতি বছরের মার্চ থেকে এই প্রকল্পটির কার্যক্রম শুরু হয় এবং সমাপ্ত হবে ২০২৪ সালের জুন মাসে। 


প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, শিশু ও মেয়েদের সক্ষমতা ব্যবস্থা করা যায় কিনা গ্রীনহীলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শিশু ও মেয়েদেরকে রুট লেভেল থেকে উন্নতি করতে না পারি সুন্দর জীবন বেচে নিতে ব্যর্থ হবে। তাদের একটা জায়গায় সীমাবদ্ধ না রেখে তাদের উন্নয়নে এগিয়ে যেতে হবে।


তিনি আরো বলেন, রাঙামাটিতে অনেক স্থানে চারিদিকে পানি থাকায় তাদের মাবাবারা স্কুলে নিয়ে যেতে কষ্ট হয়। তাই সঠিক সময়ে শিশুরা স্কুলে যেতে না পারায় বয়সের তুলনায় শ্রেনী মিলে না। এছাড়া রয়েছে ভাষাগত সমস্যা। ফলে পিছিয়ে পড়ছে।


তিনি বলেন যুব সমাজ দিন দিন অতপটনে যাচ্ছে। পরিবার থেকে তাদের ভালো শিক্ষা দিতে পারছি না। তারা ভালো সঙ্গ পাচ্ছে না। যুব সমাজ অনেক কিছু করতে পারে। তাদের উদ্ধুদ্ধ করতে হবে তাদের উৎসাহ দিতে হবে।


গ্রীনহীলের চেয়ারপারসন টুকু তালুকদার বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলা করে ভালোভাবে কাজ করে যেতে পারছি উল্লেখ করে বলেন, নারী ও শিশু বা এক শ্রেনীদের নিয়ে কাজ করি কিন্তু যুবদের নিয়ে খুব কম কাজ করা হয়। যুবদের নিয়ে কাজ করা যায় কারণ তারা আগামী দিনের ভবিষ্যৎ।


তিনি আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে যুবদের প্রশিক্ষন দেয়া হবে তাদের প্রয়োজন অনুসারে। তাদের সক্ষমতা ও অধিকার নিয়ে কাজ করা যেতে পারে। যাতে তারা অধিকারের সচেতনে মুখোপ্রেক্ষিক না হয়ে পড়ে। তিনি ওয়াই-মুভস প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিসহ মূল্যবান পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত