বৃহস্পতিবার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় গ্রীন হিল ওয়াই-মুভস প্রকল্পের উদ্যোগে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ও সিএসওদের সমন্বয়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রীন হিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রীন হিলের পরিচালক(অর্থ ও প্রশাসন) উপাল কান্তি মুৎসুদ্দী। প্রকল্প কর্মকর্তা দীপেন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উয়ীভ এর নির্বাহী পরিচালক পাইউপ্রু মারমা মেরী, প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, হিমাওয়ান্তি চেয়ারপার্সন সুগন্ধি চাকমা।
উল্লেখ্য, ওয়াই-মুভস প্রকল্পটি মূলতঃ শিশু অধিকার বাস্তবায়নের জন্য ন্যাশনাল চিলড্রেন টাস্ক র্ফোস এর সাথে রাংগামাটি সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে বিশেষভাবে কাজ করছে। এছাড়াও শিশু ও যুবরা যেন নিজেদের সুরক্ষায় নিজেরা কার্যকরী ভূমিকা রাখতে পারে সেজন্য তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করা। শিশু ও যুব নেতৃত্বাধীন নেটওর্য়াকগুলিসহ সুশীল সমাজের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে মেয়ে শিশুদের অংশ গ্রহণ, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্থ্য অধিকারকে এগিয়ে নিতে গতিশীল সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.