জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে আসবাবপত্র ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ

Published: 02 Sep 2020   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে আসবাবপত্র ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

 

বুধবার সকালে জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে খেলোয়াড়দের মাঝে এইসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা নিরুপা দেওয়ান, যুগ্ম সম্পাদিকা রৈশালী রায়, বীনা প্রভা চাকমা সদস্য সাগরিকা রোয়াজা, বীনা প্রভা চাকমা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তফা নওশাদ রুমিসহ মহিলা ক্রীড়া সংসার সদস্যরা।

 

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান সংস্থার কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন। তিনি বলেন, সকল স্তরের মানুষের আন্তরিকতা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার কারণে উপজেলা পর্যায়ে বিভিন্ন খেলাধূলার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থা নারীদের ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখলেও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সমস্যায় ভুগছে। এসব সমস্যা সমাধানে তিনি প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মহিলা ক্রীড়া সংস্থার খেলাধুলার মান উন্ন্য়নে এককালীন আর্থিক অনুদান এবং সংস্থার অফিস ভবন আধুনিকায়নে সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।

 

পরে জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে দেয়া আসবাবপত্র ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার ভবন পরিদর্শন করেন এমপি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত