বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটিতে পিসিআর ল্যাব উদ্বোধন

Published: 06 Aug 2020   Thursday   

রাঙামাটিবাসীর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব উদ্বোধন করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ৬৯ লক্ষ টাকার অর্থায়নে এই ল্যাব স্থাপন করা হয়।


রাঙামাটি মেডিকেল কলেজের নিচ তলায় পিসিআর ল্যাবের উদ্বোধন করেন করোনা পরিস্থিতির মোকাবিলায় সরকারের পক্ষ থেকে রাঙামাটি জেলায় দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা প্রমুখ। এর আগে করোনা বিষয়ে একটি জরুরী অনুষ্ঠিত হয়। সভা শেষে রাঙামাটি জেনারেল হাসপাতালের জন্য সামুদা ফুড প্রোডাক্ট লিমিটেড সৌজন্য নতুন একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয় জেলা সিভিল সার্জনের কাছে।


জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, প্রতিদিন একশটি নমুনার পরীক্ষার ফলাফল দেয়া হবে। তবে উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে দুপুর ১টার মধ্যে ল্যাবে পৌছাতে হবে। তিনি আরো জানান, অপাতত শুধু রাঙামাটি জেলায় করোনা পরীক্ষার নমুনা পরীক্ষা করা হবে। অন্য দুই জেলা খাগড়াছড়ি ও বান্দরবান থেকে নমুনা দেয়া হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে উদ্বোধন করা হলেও নমুনার পরীক্ষার কাজ শুরু করতে আরো ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে। 


বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, পিসিআর ল্যাব স্থাপনের অবদান সম্পূর্ন বসুন্ধরা গ্রুপের। রাঙামাটিবাসী বসুন্ধরা গ্রুপের কাছে কর্তৃজ্ঞ থাকবে আশা করি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত