ভূষনছড়া ইউপি চেয়ারম্যান মামুনের অপসারনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Published: 19 Jul 2020   Sunday   

ধর্ষন মামলার পলাতক আসামী রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের বিচার দাবিতে রোববার মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

 

মানববন্ধন থেকে এলাকাবাসী মামুনকে ‘ধর্ষক, দুর্নীতিবাজ ও অত্যাচারি’ আখ্যা দিয়ে দ্রুত ইউপি ‘চেয়ারম্যান পদ’ থেকে অপসারণের দাবি জানিয়েছেন।

 

ভুষণছড়া অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে দুই শতাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশও করেন তারা। মানবন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা বিএম জাফর ইকবাল। মানববন্ধনে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা মোঃ সুলতান আলী, উপজেলা যুবলীগের সহসভাপতি মোঃ আলামিন, যুগ্নসম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলীসহ আ.লীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা।


এদিকে মামলা দায়ের পর থেকেই চেয়ারম্যান মামুন গ্রেপ্তার এড়াতে আতœগোপনে রয়েছেন। মামলার ২৬ দিন অতিবাহিত হলেও মামুনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


অরপদিকে, ধর্ষণের অভিযোগে মামলার পর গেল ৫ জুলাই বরকল উপজেলা যুবলীগের সভাপতির পদ থেকে মামুনকে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল স্বাক্ষরিত বহিস্কারাদেশের চিঠিতে মামুনকে বহিস্কার করেছেন। মামলা হওয়ার ১২ দিনের মাথায় দলীয় ব্যবস্থা গ্রহণ করে সংগঠনটি। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এর নির্দেশে রাঙামাটি পার্বত্য জেলা অন্তর্গত বরকল উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনকে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বহিস্কার করা হলো’।


বরকল থানার ওসি কাজী মোঃ জসিম উদ্দিন বলেন, ‘আসামী মামুন চেয়ারম্যান পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে খুঁজছে পুলিশ’।


উল্লেখ্য, গেল ২৪ জুন বরকল থানায় ধর্ষিতার বাবা নাছির হাওলাদার মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। পরদিন ২৫ জুন রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষিতা নারীর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। বর্তমানে মামুন পলাতক রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত