জাতির পিতা জন্মশত বার্ষিকী উপলক্ষে জুরাছড়িতে ২০ হাজার চারা বিতরণ

Published: 16 Jul 2020   Thursday   

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় উৎসাহিত দূরদর্শী ভাবনা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করে ছিলেন ‘‘ বৃক্ষরোপণ অভিযান” । তারই ধারাবাহিকতায় জাতির পিতার জম্মশত বার্ষিকী স্মরন রাখতে সবাইকে বাড়ীর আঙ্গিনায় কমপক্ষে ৬টি করে ফলজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

 

“মুজিব আহ্বান গাছ লাগাই বাড়াই বন” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


তিনি সকাল সাড়ে এগারটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ফটকে উন্নত মানের ফলজ চারা রোপনের মাধ্যমে কর্মসূচীর উদ্ভোধন করেন। পরে শিক্ষা অফিস ও জুরাছড়ি ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবনের ফটকে চারা রোপন করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, সুবলং রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, বন কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা প্রমূখ।


বৃক্ষ রোপন কর্মসূচী উদ্ধোধন শেষে বন বিভাগের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগারের ফটকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেচ্ছা সেবী সংস্থাকে বিশ হাজারের অধিক ফলজ, বনজ, ভেজ চারা বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত