করোনায় কাপ্তাই প্রাণী সম্পদ কর্মকর্তার মৃত্যু

Published: 07 Jul 2020   Tuesday   

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শিবু চাকমা করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার  সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার বাড়ী রাঙামাটি জেলার চম্পকনগরে।

 

কাপ্তাই প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) শিবু চাকমা  করোনা উপসর্গ নিয়ে গত ২৩ জুন চট্টগ্রাম ইউএসটিসিতে ভর্তি হন। ২২ জুন তিনি রাঙামাটিতে নমুনা দিয়েছিলেন এবং গত ২৮ জুন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। গত ৩-৪ দিন আগে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।  মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন।  

 

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা উপ- সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শিবু চাকমা ৪ নং  কাপ্তাই ইউনিয়ন এবং ৫ নং ওয়াগ্গা এলাকার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং কর্মরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

 

এদিকে, শিবু চাকমার শেষকৃত্য অনুষ্ঠান তার গ্রামের বাড়ি রাঙমাটি শহরের চম্পক নগরে সম্পন্ন হয় বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত