করোনায় রাঙামাটিতে আরো ৪২ জনের পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৮৫ জনের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সিভাসু ল্যাব থেকে ৫১টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ২২ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে রাঙামাটি সদরে রয়েছেন ১০ জন, কাপ্তাইয়ে ৬ জন, জুরাছড়িতে ৪ জন ও কাউখালী উপজেলায় ২জন রয়েছেন। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮৫ জন।
তিনি আরো রাঙামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ২১৩৩ জনের। তার মধ্যে ১৮৯১ জনের নমুনা হাতে পাওয়া গেছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৫ জন। জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩২৭৮ জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১১১২ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৬৬ জন। হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৩১৮০ জন। বর্তমান কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৮ জন। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.