রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা।
রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনের স্ত্রী নাসরিন আক্তার। এসময় ইউপি চেয়ারম্যানের বাবা মোঃ সোলাইমান, মা গোলেনুর বেগম, বরকল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বক্কর মেম্বার, ৫ নং ওয়াডের্র মেম্বার আব্দুস ছবুর, ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, মামুনুর রশিদ মামুন একজন এলাকায় জনপ্রিয় চেয়ারম্যান। ২০১৬ সালে রাঙামাটির দুর্গম বরকল উপজেলাধীন ৪নং ভুশন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হওয়ার থেকেই পরাজিত প্রতিদ্বন্ধী প্রতিপক্ষের প্রত্যক্ষ সমর্থনে এলাকার কতিপয় ব্যক্তিরা ক্রমাগত বিরোধিতা করে আসছে ।তারই ধারাবাহিকতায় ভুষনছড়ান নাছির হাওলাদার তার প্রথম স্ত্রীর মেয়েকে দিয়ে চেয়ারম্যানের মামুনসহ তার ঘনিষ্টদের বিরুদ্ধে কল্পিত কাহিনী রচিত করে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেন। যার কোন তথ্যই সত্য নয়। সংবাদ সম্মেলনে মামুনকে ফাঁসানোর জন্য দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ মেয়েটির গর্ভের সন্তানের ডিএনএ টেষ্টের দাবী জানানো হয়েছে।
সংবাদ সন্মেলনে আরো বলা হয়, অভিযুক্ত নাছরিনের সাথ প্রথম বিবাহ হয়েছিল কাপ্তাই মো.শান্ত সাথে তার স্থায়ী ঠিকানা হাইমচর জেলা –চাদপুর । কিন্তু বিবাহে নিকাহ নামা উল্লেখ করা হয়েছে ১৫/৩/২০১৯ইং দুই লক্ষ টাকা নিকাহনামা। জাতীয় আইনগত সহায়তায় প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড অফিস রাঙামাটি জেলা জজ আদালতে বিরোধ নিস্পত্তি চুক্তি করা হয়। সিনিয়ার সহকারী জজ শেখ মো.বদিউল আলম ২/১০ ২০১৯ ইং স্বাক্ষরিত বিরোধ নিস্পত্তি করা হয়। পরে চট্টগ্রাম তার মায়ের সাথে চট্টগ্রামে বসবাসের সুযোগে কতিপয় প্রেমিক ইমনের সাথে অবৈধ মেলামেশায় অবৈধ গর্ভবতী হয়। এলাকার কুচক্রী মহলের ষড়যন্ত্রে নাছরিনের পিতা –নাছির হাওলাদারকে মোট অংকের বিনিময়ে মেয়েকে দিয়ে চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে ফাসানো উদ্দেশ্য মিথ্যা মামলা করেন।
চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের পিতা-মো.সোলায়মানের দাবী করে বলেন,তার ছেলে যদি সত্য অপরাধী হয়ে থাকে তাহলে ডিএনএন টেষ্ট করা হোক। তিনি যথাযথ তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন জানান, গত ২৪ জুন ভিক্টিম মেয়েটির বাবা নাসির হাওলাদার বরকল থানায় ভূষনছড়া ইউপি চেয়ারম্যান মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আইনে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ভিক্টিম মেয়েটি রাঙামাটি জেলা আদালতে জবানবন্দীও দিয়েছেন। বর্তমানে ইউপি চেয়ারম্যান মামুন পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.