কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়ন আ`লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সুইসাপ্রু মারমা। গেল ২ জুলাই কাপ্তাই উপজেলা আ`লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সুইসাপ্রুকে রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা আ`লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অংসুই ছাইন চৌধুরী এবং ইব্রাহীম খলিল বলেন, বেশ কিছুূদিন ধরে পদটি শুন্য রয়েছে। দলের গতিধারা সচল রাখার জন্য সুইসাপ্রুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
সুইসাপ্রু মারমার জন্ম ১৯৭২ সালে। তিনি ১৯৯১ সালে নারানগিরি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনে অত্যন্ত শান্ত ও মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও দুর্ভাগ্য বশত তার পরীক্ষা দেওয়া হয়নি। ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তার ক্ষেত-খামার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় তার পরিবার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং তার লালিত স্বপ্ন ভেঙে যায়। এরপর তিনি সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক কাজে অংশ নেন।
১৯৯৭ সালে রাইখালি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০০ সালে ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহারে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন।
এরপর ২০০৩ সালে তিনি ইউপি নির্বাচনে ডংনালা ৬নং ওয়ার্ড হতে বিপুল ভোটে জয়ী হয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়। ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৪ বছর তিনি ইউপি সদস্যের দায়িত্বে ছিলেন। এতদিন ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে দলের প্রতি অত্যন্ত আন্তরিক হয়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি। উল্লেখ্য, দলীয় শৃংখলা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বিগত ফেব্রুয়ারী-২০২০ মাসে রাইখালী ইউনিয়ন আ`লীগ সভাপতি মংক্য মারমাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.