বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা ধর্মঘট

Published: 01 Apr 2015   Wednesday   

নিখোঁজ অটোরিক্সা চালক শহীদুল ইসলাম রতনের অবিলম্বে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার থেকে রাঙামাটি শহরে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হবে।

 

বুধবার সন্ধ্যায় রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন রোমান। এ সময় সংগঠনের সভাপতি আলী আহম্মদ অলী, সহ-সভাপতি মো. ইউনুচ, যুগ্ম-সম্পাদক মো. হেলাল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রবি বড়–য়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, শহীদুল ইসলাম রতন ২৭ মার্চ রাঙামাটি থেকে যাত্রী নিয়ে রাণীরহাট এলাকা থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘন্টার সময় দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন নিখোঁজের কোনো সন্ধান দিতে পারেনি। এছাড়া রাঙামাটি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। নিখোঁজের উদ্ধারের জন্য পুলিশ ও প্রশাসনের সহায়তা চাইতে গেলে আমরা তেমন কোনো সহায়তা পাইনি। পুলিশ উল্টো একবার রাঙ্গুনীয়া আরেক কাউখালী থানায় যোগাযোগ করার কথা বলে হয়রানি করছে। তাই সংগঠনের পক্ষ এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। অটোরিকশা চালক শহীদুল ইসলাম রতন উদ্ধার না হওয়া পর্যন্ত কোনো অটোরিকশা চলবে না। টানা কর্মসূচি বহাল থাকবে। তিনি নিখোঁজ রতনের সন্ধানে সবাইয়ের সহযোগিতা কামনা করেন।


এদিকে অটোরিকশা চালক রতন নিখোঁজের ঘটনায় রাঙামাটিতে পরিবহন শ্রমিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় নিখোঁজ চালক রতনের পরিবার।


উল্লেখ্য, ২৭ মার্চ বিকালের দিকে তার স্বামী নিজস্ব অটোরিকশায় যাত্রীভাড়া নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাটে এলাকায় যান। এরপর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার সকালে নিখোঁজ স্বামীর উদ্ধোরের দাবীতে নিখোজ রতনের স্ত্রী নাজমা আক্তার ও তার পরিবার সংবাদ সন্মেলন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত