করোনায় রাঙামাটিতে নতুন কওে আরো ৮ জনের পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ২৫৬ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, রাঙামাটিতে গেল ২৪ ঘন্টায় রিপোর্ট আসা ২৫ জনের মধ্যে রাঙামাটি সদরের রয়েছে ১৬ জন, কাপ্তাই ৮ জন এবং লংগদুতে ১ জন করোনা রোগী রয়েছেন। আক্রান্ত হওয়া সদরের রোগীদের মধ্যে বেশীরভাগ হচ্ছে পুলিশের সদস্য। এছাড়া রিজার্ভ বাজার, কাঠালতলী, দেবাশীষ নগরসহ বিভিন্ন এলাকা রোগী রয়েছেন। কাপ্তাইয়ে দুই ব্যাংক কর্মকর্তা এবং ৫ পুলিশ সদস্য ও একজন সাধারণ ব্যক্তি রয়েছেন।
তিনি আরো জানান, রাঙামাটি জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩২৪৪ জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১১১২ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২১৩২ জন। কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছে ৩১৩৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ১০৭ জন। রাঙামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ১৯৯২ জনের। তার মধ্যে ১৭৫৩ জনের নমুনা হাতে পাওয়া গেছে। বাকী ২৩৯ জনের রিপোর্ট পাওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১০৩ জন। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.