কাপ্তাইয়ে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। শনিবার (২৭ জুন) রাতে চট্টগ্রাম বিআইটিআইডি হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ে দুই ব্যাংক কর্মকর্তা এবং আরো ৫ পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।
এনিয়ে মোট ২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন কাপ্তাই ফাঁড়ির আইসি, ২ জন ওই ফাঁড়ির কনস্টেবল এবং ২ জন পুলিশ সদস্য কাপ্তাই থানায় কর্মরত আছেন। অপরদিকে করোনায় আক্রান্ত ২ জন ব্যাংক কর্মকর্তা কেপিএম সোনালী ব্যাংকে কর্মরত আছেন। গত ২২ জুন তাদের নমুনা নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অন্য কোন লক্ষন না থাকায় তারা ফাঁড়ি এবং তাদের ভাড়া বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, চন্দ্রঘোনা কেপিএম সোনালী ব্যাংকের ম্যানেজার সুশীল মারমা জানান, আক্রান্ত ২ ব্যাংক কর্মকর্তার শারীরীক অবস্থা ভালো থাকায় তারা ব্যাংকের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এই নিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৫৩ জন,মৃত্যু হয়েছে ১ জনের এবং সুস্থ হয়েছে ২০ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.