রাঙামাটিতে কৃষক মাঠ স্কুল বিষয়ে কৃষক সহায়তাকারীদের ১০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

Published: 01 Apr 2015   Wednesday   

রাঙামাটিতে  পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষক ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুল বিষয়ে কৃষক সহায়তাকারীদের ১০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার বুধবার উদ্ধোধন করা হয়েছে।

 

আসামবস্তি প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ বাস্তবায়নে ও ডানিডার অর্থায়নে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা প্রাণী সম্পদ বিভাগের উপ-পরিচালক ডাঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  কৃষি বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা পিগ ফার্মের উপ-পরিচালক উত্তম কুমার দাশ, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল প্রমূখ।

 

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সিএইচটিডিএফ-ইউএনডিপি’র জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা। পরে উপস্থিত প্রশিক্ষনার্থীদের মাঝে চেয়ারম্যান প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন।  প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ২৫জন কৃষক অংশগ্রহণ করেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান  বৃসকেতু চাকমা বলেন,দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষনের কোন বিকল্প নেই, প্রশিক্ষন মানুষকে সচেতন করতে সাহায়তা করে। প্রশিক্ষণে অর্জিত এ দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের পরিবারের এবং প্রতিবেশী কৃষকদের উন্নত কৃষিফসল উৎপাদন গবাদী পশু পালন ও মৎস্য চাষে আরো উদ্বুদ্ধ করতে হবে।  তিনি  আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার সরকারের আন্তরিকতার কারণে দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ। এ সফলতা অর্জনে কৃষকদের ভূমিকাই বেশী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত