পাচউবো’র দুই প্যাকেজের ৪২ কোটি টাকার দরপত্র বাতিলের দাবি

Published: 25 Jun 2020   Thursday   

খাগড়াছড়ি জেলার উন্নয়ন কাজে সাধারণ ঠিকাদারদের কৌশলে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন নির্বাহী প্রকৌশলী ও প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরদ্ধে।

 

সাধারণ ঠিকাদাররা অভিযোগ করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর খাগড়াছড়ি প্রকৌশল শাখার প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির ইস্টিমেট কস্ট আইডি নং ৪৫৭৩০৫-এ ২৩,৪০,২৮,০৩৮ (তেইশ কোটি চল্লিশ লক্ষ আটাশ হাজার আটত্রিশ) টাকা, আইডি নং ৪৫৭৩০৫-এ প্রায় ১৮,৭৬,৪৬,২৮৭.০০ (আঠার কোটি ছিয়াত্তর লক্ষ ছেচল্লিশ হাজার দুইশত সাতাশি) টাকা বরাদ্দ রয়েছে।

 

খাগড়াছড়ি উপজাতীয় ঠিকাদার সমিতির সভাপতি মংক্যচিং মারমা এবং সা: সম্পাদক মিল্টন চাকমা অভিযোগ করেছেন, এই দুটি প্যাকেজকে ই-টেন্ডারিংয়ের মাধ্যমে এলটিএম পদ্ধতিতে (৫% উর্ধ্বে/নি¤েœ) প্রতি প্যাকেজ ১-৩ (কোটি) টাকার মধ্যে টেন্ডার আহ্বান করলে জেলার সব সাধারণ ঠিকাদাররা অংশ নিতে পারতো। কিন্তু বিশেষ কয়েকজন প্রভাবশালী ঠিকাদারকে সুযোগ করে দেয়ার লক্ষে পুরো জেলার উন্নয়ন কাজ একই প্যাকেজে ঢুকিয়ে দিয়েছেন।

 

খাগড়াছড়ির পেশাদার সাধারণ ঠিকাদাররা এই দুটি প্যাকেজকে ভেঙ্গে ছোট ছোট স্কিম করে পুন:দরপত্র আহ্বান করার দাবি জানিয়েছেন। অন্যথায় তাঁরা নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

ঠিকাদাররা আরো অভিযোগ করেছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখা লোক দেখানো কয়েকটি উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করলেও অধিকাংশ কাজই গোপন বিজ্ঞাপনে চলে যাচ্ছে। এছাড়া প্রকৌশল শাখার বরাদ্দ থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমেও সাধারণ ঠিকাদারদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

 

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এক নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন এবং তিন পার্বত্য জেলা পরিষদকে উন্নয়ন কাজের দরপত্র আহ্বানের ক্ষেত্রে তিন কোটি টাকা পর্যন্ত এলটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা নির্দেশনা দেয়া থাকলেও প্রতিষ্ঠানগুলো খোদ মন্ত্রণালয়ের এই নির্দেশনা লঙ্ঘন করে চলেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত