রাঙামাটিতে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

Published: 25 Jun 2020   Thursday   

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ কৃষক লীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার রাঙামাটিতে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

“কৃষক বাঁচাও-দেশ বাচাও” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাঙামাটি মারী স্টেডিয়ামের চারপাশে ১শ চারা গাছ রোপনের মধ্যদিয়ে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ জেলা শাখার  সভাপতি মো: জাহিদুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর  উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ আওয়ামীলীগের অন্যান্য সকল সংগঠনের নেতাকর্মীরা।

 

এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে রাঙ্গামাটির ১০ উপজেলায় মোট ১ হাজার বিভিন্ন জাতের চারা গাছ রোপন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত