রাঙামাটির দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

Published: 24 Jun 2020   Wednesday   

রাঙামাটির বিভিন্ন এলাকায় দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বুধবার সেলাই মেশিন প্রদান, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে মাইক সেট, স্টীল খাটিয়া এবং চেয়ার বিতরণ করা হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এসব সামগ্রি বিতরণ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ার আক্তার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।


সেলাই মেশিন বিতরণকালে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, করোনার এই দূর্যোগকালীন সময়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার ও মুখে মাস্ক ব্যবহারের অনুুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত