দীঘিনালায় চার শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রানসামগ্রী বিতরণ

Published: 22 Jun 2020   Monday   

করোনা ভাইরাসের কারনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কর্মহীন চার শতাধিক অসহায় পরিবারের মাঝে সোমবার শিশু খাদ্যসহ ত্রানসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

 

দীঘিনালা সেনাজোনের পক্ষ থেকে উপজেলার পূর্ব বেতছড়ি, পাকুজ্যাছড়ি, নৌকাছড়া, তারাবনিয়া ও সীমানাপাড়া এলাকায় এসব ত্রানসামগ্রী বিতরণ করা হয়। প্রথমে পুর্ব বেতছড়ি সংলগ্ন মাইনী নদীর পাড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা মাঠে শতাধিক পরিবারের হাতে ত্রানসামগ্রী তুলে দেয়া হয়। পরে ত্রান বিতরনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে একদল সেনা সদস্য দুর্গম পাকুজ্যাছড়িসহ বিভিন্ন পাহাড়ী গ্রামের ঘরে ঘরে ত্রানসামগ্রী পৌছে দেন।


বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই সেনা প্রধানের নির্দেশনা মোতাবেক খাগড়াছড়ি রিজিয়নের সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি উপজেলার দুর্গম পাহাড়ী পল্লীর কর্মহীন অসহায় পরিবারের লোকজনকে ত্রানসামগ্রী প্রদানের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে আসছে দীঘিনালা জোনের সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলার দুর্গম পাকুজ্যাছড়িসহ বিভিন্ন পাহাড়ী গ্রামের কর্মহীন অসহায় পরিবারের ঘরে ঘরে শিশু খাদ্যসহ ত্রানসামগ্রী পৌছে দেয়া হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


বিতরণ করা ত্রানসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আটা, লবন, চিনি, সূজি, সেমাই, নুডুস ও গুড়োদুধসহ নিত্য প্রয়োজনীয় শিশু খাদ্য। ঘরে ঘরে ত্রানসামগ্রী পৌছে দেয়ায় খুশি দুর্গম পাকুজ্যাছড়ি গ্রামের উত্তম কুমার চাকমা ও পরানী চাকমা। তারা জানান, করোনা ভাইরাসের কারনে কোনো কাজকর্ম করতে পারছি না। তাই পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টে দিন কাটাতে হচ্ছে। এ অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সেনাবাহিনীর পক্ষ থেকে শিশু খাদ্যসহ ঘরে ঘরে ত্রানসামগ্রী পৌছে দেয়ায় গ্রামের সকলেই খুশি। সংকটময় মুহুর্তে ত্রানসামগ্রী পৌছে দেয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।


দীঘিনালা সেনাজোনের ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেন জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি কর্মহীন অসহায় মানুষের খাদ্য সংকট মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। তিনি আরও জানান, সেনা প্রধানের নির্দেশক্রমে খাগড়াছড়ি রিজিয়নের সহযোগিতায় দীঘিনালা জোনের পক্ষ থেকে এই ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে দুর্গম পাকুজ্যাছড়িসহ বিভিন্ন পাহাড়ী গ্রামের চার শতাধিক কর্মহীন অসহায় পরিবারকে শিশু খাদ্যসহ ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। আগামী দিনগুলোতেও অসহায় মানুষের খাদ্য সহায়তায় সেনাবাহিনীর ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত