মুজিববর্ষ উপলক্ষে বরকল ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন

Published: 21 Jun 2020   Sunday   

রোববার   বিশ্ব পরিবেশ দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত "বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বরকলে ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।

 

"গাছ লাগান,পরিবেশ বাঁচান",মুজিববর্ষের অঙ্গীকার দেশ হবে সবুজের সমাহার এ প্রতিপাদ্য কে সামনে রেখে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের  প্রতিটি ইউনিটকে বৃক্ষরোপন করার নির্দেশনা অংশ হিসেবে  বরকল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সুবলং ইউনিয়নে ইসলামপুর, নালারমুখ সহ বিভিন্ন এলাকায়   স্কুল এবং মাদ্রাসার প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।

 

বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন বরকল উপজেলা ছাত্রলীগের  সভাপতি মোঃবেলাল হোসেন। এসময় বরকল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি  টিটন চাকমা, সুবলং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন, বরকল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান ও ছাত্রলীগের কর্মী যতিন্দ্র চাকমাসহ  বরকল ও সুবলং ইউনিয়নের ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বরকল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃবেলাল হোসেন বলেন,মুজিব বর্ষের এমন ক্ষনে এমন উদ্যোগ নিতে পেরে সত্যি গর্বিত মনে হয় নিজেকে। তিনি পরিবেশ সুন্দর করার জন্য পরিবেশ বান্ধব করার জন্য এমন উদ্যোগকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। তিনি মুজিবর্ষে মুজিবের আদর্শকে ধারণ করার এ প্রত্যয় থাকবে আমাদের। আর  বৃক্ষরোপন কর্মসূচী সেই আদর্শেরই একটি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত