রাঙামাটির বিভিন্ন স্কুলে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

Published: 20 Jun 2020   Saturday   

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের  উদ্যোগে শনিবার জেলার বিভিন্ন স্কুলে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছ।

 

শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের জেলা শাখার সভাপতি মোঃ শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ নাসির উদ্দিন, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুর রহমান করিম প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি জেলার ১০ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার ফলজ ও ঔষধী গাছের চারা লাগানো হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত