অবৈধভাবে পাচারকালে মানিকছড়িতে চিরাই কাঠসহ বাস আটক

Published: 01 Apr 2015   Wednesday   

অবৈধভাবে কাঠ পাচারের সময় বুধবার রাঙামাটির মানিকছড়ি  এলাকায় কাঠসহ একটি বাস আটক করেছে বন বিভাগ।

 

জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  ফরেস্ট রেঞ্জার মোঃ গাজী শফিউল আলমসহ আইনশৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যরা গোপণ সংবাদের  ভিত্তিতে একটি বাস(চট্টমেট্টো-জ)  উদ্দেশ্য যাওয়ার সময় মানিকছড়ি বাসটি আটকের চেষ্টা করে। এসময় বাসটি মানিকছড়ি ফাড়ি পেরিয়ে কিছুদুর গিয়ে পাচারকারীরা বাসটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।  এ ব্যাপারে একটি বনমামলা দায়ের করা হয়েছে( মামলা নং-২৮/মানিক/১৪/১৫)।  আটক বাসটি রাঙামাটি ফরেষ্ট বিভাগে নিয়ে আসা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের ফরেষ্ট রেঞ্জার মোঃ রফিকুল আলম।

 

মানিকছড়ি ফরেষ্ট রেঞ্জার মোঃ গাজী শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কাঠ পাচারের বিষয়টি জানতে পেরে ফরেষ্ট বিভাগ,পুলিশ অনান্য সংস্থারা  অভিযান চালান। একটি সংঘবদ্ধ কাঠ পাচারকারী চক্র অবৈধ উপায়ে এ কাঠ পাচারের সাথে জড়িত, তাদের ধরতে বনবিভাগের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত