রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Published: 18 Jun 2020   Thursday   

বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সন্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য থোয়াই চিং মারমা, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা’সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় হস্তান্তরিত বিভাগের শুধুমাত্র সিভিল সার্জন সভায় উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসকে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার সদগতি কামনার পাশাপাশি এ ভাইরাস সংক্রমণ মোকাবেলায় যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জেলার করোনা পরিস্থিতির উপর সংক্ষিপ্ত বিবরণ সভায় উপস্থাপন করেন। তিনি বলেন রাঙ্গামাটিতে করোনাসহ অন্যান্য চিকিৎসায় পর্যাপ্ত ডাক্তার, নার্স, সুরক্ষা সামগ্রী এবং অক্সিজেন আছে। রোগীদের চিকিৎসার জন্য সব রকমের সেবা চালু রয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত