শুভলং বাজারে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করলেন দীপংকর তালুকদার এমপি

Published: 16 Jun 2020   Tuesday   

রাঙামাটির শুভলং বাজারে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ পরিবার ও দোকানদারদের মাঝে মঙ্গলবার নগদ অর্থ তুলে দিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে এই অর্থ সহায়তা প্রদান  করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম,রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা প্রমুখ।

 

এ সময় রাঙামাটি রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি ক্ষতিগ্রস্থ পবিরারকে ৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেন। 

 

এর আগে দীপংকর তালুকদার এমপিসহ অন্যান্য কর্মকর্তারা আগুনে ক্ষতিগ্রস্থ ঘর বাড়িসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন।

 

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, আগুনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেয়া সম্ভব নয়। আমরা আপনাদের পাশে থেকে শুধু সাহস যোগানোর চেষ্টা চালানো কাজ করছি। আপনাদেরকে সাহস নিয়ে আবারো ঘুরে দাঁড়াতে হবে। আর যারা ব্যাংক ঋণ নিতে আগ্রহী তারা আবেদন করুন, আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবো।

 

উল্লেখ্য,  গেল ১৪ জুন বিকালে রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭০টি দোকান ও বসতঘর ভস্মীভূত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত