কাপ্তাইয়ে জেলা পরিষদের ত্রান সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি

Published: 16 Jun 2020   Tuesday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ত্রান সহায়তা পেল কাপ্তাইয়ে আরো ২ হাজার ৫শ` অসহায় পরিবার। 

 

মঙ্গলবার (১৬ জুন) রাঙামাটি পার্বত্য জেলা থেকে নির্বাচিত সাংসদ সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি   চন্দ্রঘোনা ইউনিয়ন, কাপ্তাই ইউনিয়ন এবং ওয়াগ্গা ইউনিয়নে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এসময় কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে  ৫শ` জন করে সর্বমোট ২ হাজার ৫শ` জনকে  জেলা পরিষদের পক্ষ থেকে মাথাপিছু ১০ কেজি করে চাল সহায়তা তুলে দেওয়া হয়।

 

ত্রাম বিতরণ কালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সদস্য সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ`লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, হরিনছড়া, ভাইজ্যাতলি মৌজার হেডম্যান উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত