রাঙামাটিতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গেল ২৪ ঘন্টায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৮ জন এবং জেলা সদরের ১৪ জনসহ নতুন করে আরো ২২জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৪ জনের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানিয়েছেন, গত শনিবার রাতে চট্টগ্রাম থেকে ২৫টি রিপোর্টের ফলাফল আসে। এর মধ্যে ৮ জনের দেহে করোনা পজিটিভ এসেছে। এছাড়া গত শনিবার মধ্যরাতে চট্টগ্রাম থেকে আরো ৫৭ টি রিপোর্টের ফলাফলের মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তিনি আরো জানান, বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৯জন। কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৭ জন। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠৈছেন ৫০ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রাঙামাটির দশ উপজেলায় করোনা আক্রান্ত রোগীরা হচ্ছে সদর উপজেলায় ৫৫ জন, বাঘাইছড়ি উপজেলায় ২ জন,লংগদুতে মোট আক্রান্ত ৫ জন, জুরাছড়িতে ৬ জন, বিলাইছড়িতে ২ জন, রাজস্থলীতে ১ জন, কাপ্তাই উপজেলায় ২২ জন, কাউখালী উপজেলায় ১০ জন ও নানিয়ারচর উপজেলায় ১ জন। উপজেলার মধ্যে একমাত্র বরকল উপজেলায় করোনায় এখনো কোন ব্যক্তি আক্রান্ত হননি। এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২জন।
এদিকে পাওয়ায় রাঙামাটিতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে রাঙামাটিবাসীর মাঝে আতংক দেখা দিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.