খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু

Published: 13 Jun 2020   Saturday   

খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।

 

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, তিনি ঠাকুরগাও থেকে খাগড়াছড়িতে এসেছিলেন। জ¦র ও শ^াসকষ্ট নিয়ে গতকাল (শুক্রবার) বিকালে হাসপাতালে ভর্তি হন। তিনি জানান, এরআগেও কয়েকবার এই আনসার সদস্য শ^াস কষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

 

উল্লেখ্য,গেল ২৪ ঘন্টায় খাগড়াছড়িতে আরো ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ জন। আক্রান্তের মধ্যে পুলিশ সদস্যরাই বেশি। এছাড়া স্বাস্থ্য কর্মীও রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত