কাপ্তাইয়ে পুলিশ, স্বাস্থ্য কর্মীসহ আরো ৮ জন করোনায় আক্রান্ত

Published: 13 Jun 2020   Saturday   

কাপ্তাই উপজেলায় একদিনে পুলিশ বাহিনীর সদস্যসহ ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ। শনিবার(১৩ জুন) করোনার এই রিপোর্ট আসে বলে উপজেলা কেন্দ্র সূত্রে জানা গেছে। এ নিয়ে কাপ্তাই উপজেলায় মোট ২২ জন করোনায় আক্রান্ত হলো।

 

করোনা পজিটিভ আসা রিপোর্টে ৪ জন পুলিশ সদস্য রয়েছেন। যারা উপজেলার ওয়াগ্গা পাগলী পাড়া ক্যাম্পে কর্মরত রয়েছেন। একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মচারী, একজন উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ, একজন বড়ইছড়ি কর্নফুলি সরকারি কলেজ এলাকার বাসিন্দা এবং অপর  একজন রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালায় করোনায় মৃত বরণ করা নার্স যুবকের পিতা।

 

কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, গেল ৯ জুন তাদের সেম্পল কালেকশন করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল এবং আজ(শনিবার) প্রাপ্ত রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে।

 

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত ৪ জন পুলিশ সদস্যকে বর্তমানে পাগলী পাড়া পুলিশ ক্যাম্পে আইসোলেশনে রাখা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ জানান, আক্রান্তদের লক্ষন ভালো হওয়ায় তারা স্ব-স্ব কর্মস্থল এবং তাদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত