রাঙামাটিতে এক নারীকে মারধরের অভিযোগ

Published: 31 Mar 2015   Tuesday   

রাঙামাটির রির্জাভ বাজারের শুটকিপট্টি এলাকায় সোমবার ধনলক্ষী চাকমা (৪৮) নামে এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধন লক্ষী চাকমা রাঙামাটির কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ঠেগাদোর গ্রামের দয়াময় চাকমার স্ত্রী।


অভিযোগে জানা গেছে, সোমবার বিকাল ৫টায় ধনলক্ষী চাকমা রির্জাভ বাজারের শুটকিপট্টি এলাকার ব্যবসায়ী মোঃ আকতারের কাছ থেকে শুটকি কিনতে তার দোকানে যায়। শুটকি কিনে এক হাজার টাকার নোট শুটকি দোকানী মোঃ আকতার (৪৩)কে দেয়। আকতার ভাঙতি টাকা না থাকার কথা ধন লক্ষী চাকমাকে জানালে ধন লক্ষী চাকমা শুটকি রেখে তার স্বামীর কাছে ভাংতি টাকা নিতে যায়। টাকা নিয়ে পরে টাকা দিয়ে শুকতি নেয়ার সময় দেখে দোকানী ভাল শুটতি রেখে খারাপ শুটকি রয়েছে। এতে ধন লক্ষী চাকমা শুটকি নিতে অস্বীকৃতি জানিয়ে টাকা ফেরত দেয়ার দাবি জানায়। পরে দোকানদার টাকা ফেরত না দেয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার ধন লক্ষী চাকমাকে মারধর বলে অভিযোগ। পরে অন্য একজন ব্যবসায়ীর সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বরকলের ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা বলেন,ধন লক্ষী চাকমাকে মারধর করা হয়েছে তা অত্যান্ত দুঃখজনক। তবে একজন নারীর উপর এ ধরনের ঘটনা কোন মতেই কাম্য নয়।


কোতোয়ালী থানার এএস আই মোঃ নাজির আহম্দে জানান, ধন লক্ষী চাকমা থানায় নিজে এসে দোকানদার আকতারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
--হিলবিডি২৪.সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত