কল্পনা চাকমা অপহরণের ২৪তম বার্ষিকীতে কাউখালীতে আলোচনা সভা

Published: 12 Jun 2020   Friday   

কল্পনা চাকমা অপহরণের জড়িতদের  গ্রেফতার ও বিচারের দাবিতে শুক্রবার রাঙামাটির কাউখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি   জেলা শাখা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, কল্পনা চাকমার ২৪তম  অপহরণ দিবস উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে   আলোচনা সভায় সভাপতিত্ব করেন  হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি রূপসী চাকমা।  হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক রিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক পাইথুইমা মারমা, পিসিপি কাউখালী থানার সাবেক সহ-সভাপতি নয়নজ্যোতি চাকমা ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নারী সমাজকর্মী স্বপ্না চাকমা।

 

সভা শুরুতে গণতান্ত্রিক আন্দোলনের সকল  নিহতদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাষ্ট্রীয় দমন-পীড়নের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছে। যার কারণে আজ দুই যুগ পূর্ণ হলেও এ ঘটনার কোন বিচার হয়নি, গ্রেফতার হয়নি চিহ্নিত অপহরণকারীর ও তার দোসররা। যদি তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হতো তাহলে নিশ্চয় কল্পনা চাকমার সন্ধান জানা সম্ভব হতো।

 

উ্ল্লেখ্য, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমাকে ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে বাঘাইছড়ির নিউ লাল্যাঘোনা  গ্রামের নিজ বাড়ী থেকে  চিহিৃত অপহরণকারীরা অপহরণ  করে।  এরপর থেকে আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত