বালুখালীতে সিএইচটি কোভিড ১৯ ইমার্জেন্সী এইড কমিটি ত্রাণ বিতরণ

Published: 12 Jun 2020   Friday   

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে দুই গ্রামের ১৪৬ পরিবারকে শুক্রবার ত্রাণ সহায়তা দেয়েছে সিএইচটি কোভিড ১৯ ইমার্জেন্সী এইড কমিটি।


বালুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব ত্রাণ সহায়তা দেওয়া হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক প্রকৃতি রঞ্জন চাকমা, বিশেষ অতিথি ছিলেন সম্বোধি সোসাইটির সাধারণ সম্পাদক ইন্দুলাল চাকমা, টিআইবির ট্রাস্টি এ্যাড. সুস্মিতা চাকমা, সিসিইএসি উপদেষ্টা শক্তিনন্দ চাকমা, সুপ্রীম কোর্টের আইনজীবী নিকোলাস চাকমা।

 

এসময় ত্রান সহায়তা হিসেবে  প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি চিদোল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি পেয়াজ, সাবান ও ম্যাচ দেওয়া হয়। 


এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে চলার মাধ্যমে সবাইকে সচেতন হয়ে এ দুর্যোগ মোকাবিলা করতে হবে। সচেতন না হলে এ ভাইরাস আরো ভয়াবহ হয়ে ক্ষতি করবে।


উল্লখ্যে, ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সিএইচটি কোভিড ১৯ ইমার্জেন্সী এইড কমিটি গঠন করে তহবিল গঠন করে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা করে যাচ্ছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত